সব

ঐক্যবদ্ধ হয়ে জামায়াত-বিএনপিকে প্রতিরোধ করতে হবে: কামরুজ্জামান উজ্জল

ঐক্যবদ্ধ হয়ে জামায়াত-বিএনপিকে প্রতিরোধ করতে হবে: কামরুজ্জামান উজ্জল

ঐক্যবদ্ধ হয়ে জামায়াত-বিএনপিকে প্রতিরোধ করার আহবান জানিয়ে পাবনা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক কামরুজ্জামান উজ্জল বলেছেন, ইতোমধ্যেই বিএনপি জামায়াতের লোকজন রাস্তায় নেমেছে, আমাদের আক্রমণ করতে চাই। জননেত্রী শেখ হাসিনাকে কবরে পাঠাতে চাই।  বঙ্গবন্ধু কন্যার বিরুদ্ধে যে একটি কথা বলবে তাদের জিব্বা কেটে নেয়া হবে।  শেখ হাসিনা প্রধানমন্ত্রী বলেই আপনারা নিরাপদে মিছিল সমাবেশ করতে পারছেন, বাড়িতে থাকতে পারছেন।  তাই শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। জামায়াত-বিএনপিকে রাজপথে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে। শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে হবে।

শুক্রবার (০৯) রাতে পাবনার সুজানগরের গুপিনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এক কর্মীসভায় এসব কথা বলেন। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করার লক্ষ্যে সাতবারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে এই কর্মীসভা অনুষ্ঠিত হয়।

পাবনা-২ আসনের মনোনয়নপ্রত্যাশী কামরুজ্জামান উজ্জল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রমাণ করেছেন বাংলার মানুষকে কিভাবে ভালো রাখতে হয়।  কিভাবে মহামারি করোনা মোকাবেলা করতে হয় সেটা বঙ্গবন্ধুকন্যা শিখিয়েছেন। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাবে। তার নেতৃত্বেই উন্নন বাংলাদেশ গড়ে তুলবো, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো।

সভায় বক্তারা বলেন, ইতোমধ্যে পাবনা-২ আসনে যারা নৌকার সংসদ সদস্য হয়েছেন পরবর্তীতে তারা আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীদের মনে রাখেননি। এজন্য আওয়ামী লীগের নেতাকর্মীরা পরিবর্তন চাই। তৃণমূলের নেতাকর্মীদের এবার চাওয়া তরুণ প্রজন্মের নেতা, তৃণমূল নেতাকর্মীদের প্রাণ কামরুজ্জামান উজ্জলকে সংসদ সদস্য হিসেবে দেখতে চায়। আগামী জাতীয় সংসদ নির্বাচনে কামরুজ্জামান উজ্জলকে নৌকার মনোনয়ন দিলে আওয়ামী লীগ ও তাদের অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঝাঁপিয়ে পড়বে।

ইউনিয়ন আওয়ামী লীগের সাতবাড়িয়া সিনিয়র সহ-সভাপতি মনসুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামরুজ্জামান দয়ালের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র আব্দুল ওহাব, সুজানগর উপজেলার সাবেক চেয়ারম্যান আব্দুল কাদের রোকন, বেড়া উপজেলা চেয়ারম্যান ও আমিনুল থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম বাবু, সহ-সভাপতি ও সাগরকান্দি ইউপি চেয়ারম্যান শাহিন চৌধুরী, বেড়া উপজেলার ভাইস-চেয়ারম্যান জিয়াউর রহমান কল্লোল, মানিকহাট ইউপি চেয়ারম্যান শফিউল ইসলাম শফি, রাণীনগর ইউপি চেয়ারম্যান জিএম তৌফিকুল আলম পীষুষ, জাতসাখিনী ইউপি চেয়ারম্যান তাতিবন্দ ইউপি চেয়ারম্যান মতিন মৃধা, ভায়না ইউপি চেয়ারম্যান আমিন উদ্দিন, সাতবারিয়া ইউপি চেয়ারম্যান আবুল হোসেন, আহম্মেদপুর চেয়ারম্যান কামাল হোসেন মিয়া, সুজানগর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মিলন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাইদ,  উপজেলা ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম তোমাল, সাধারণ সম্পাদক শেখ তুষার প্রমুখ।

আপনার মতামত লিখুন :

মৃতব্যক্তিকে প্রধান আসামি করে ভূমি সহকারী কর্মকর্তার মামলা!

মৃতব্যক্তিকে প্রধান আসামি করে ভূমি সহকারী কর্মকর্তার মামলা!

শোককে শক্তিতে রূপান্তরিত করে এগিয়ে যেতে হবে – কামরুজ্জামান উজ্জল

শোককে শক্তিতে রূপান্তরিত করে এগিয়ে যেতে হবে – কামরুজ্জামান উজ্জল

সুজানগরে কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপির বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন 

সুজানগরে কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপির বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন 

পাবনায় যুবলীগকর্মীকে কুপিয়ে হত্যা, আটক ২

পাবনায় যুবলীগকর্মীকে কুপিয়ে হত্যা, আটক ২

সুজানগরে ছাত্রলীগ নেতাকে মারধরের ঘটনায় আরেক নেতাকে শোকজ

সুজানগরে ছাত্রলীগ নেতাকে মারধরের ঘটনায় আরেক নেতাকে শোকজ

পাবনা সুজানগরে পূর্ব  শত্রুতার জের ধরে ছাত্রলীগ কর্মিকে কুপিয়ে আহত

পাবনা সুজানগরে পূর্ব  শত্রুতার জের ধরে ছাত্রলীগ কর্মিকে কুপিয়ে আহত

© সর্বস্বত্ব স্বত্বাধিকার: PabnaTimes24.Com

সম্পাদক: মোঃ মুস্তাফিজুর রহমান
০১৭২১৭৪৭৯৬৫
অফিসঃ ৪র্থ তলা, রানা শপিং কমপ্লেক্স , পাবনা প্রেস ক্লাব গলি, আব্দুল হামিদ রোড, পাবনা-৬৬০০
pabnatimes24.com@gmail.com