সব

পাবনায় ক্রেতা সমাগমে মুখরিত হয়ে উঠেছে উদ্যোক্তা মেলা প্রাঙ্গণ

পাবনায় ক্রেতা সমাগমে মুখরিত হয়ে উঠেছে উদ্যোক্তা মেলা প্রাঙ্গণ


পাবনায় অনলাইন ভিত্তিক ক্ষুদ্র ব্যবসায়িদের নিয়ে ৮দিনব্যাপী শুরু হয়েছে উদ্যোক্তা মেলা। অলইন ওয়ান প্লাটফরম (একের ভিতর সব) নামক সংগঠনের উদ্যোগে দ্বিতীয় বারেরমত এই মেলার আয়োজন। বিনোদন প্রিয় দর্শনার্থী ও ক্রেতা সমাগমে মুখরিত হয়ে উঠেছে মেলা প্রাঙ্গণ। জেলা ও জেলার বাহিরের প্রায় অর্ধশত প্রতিষ্ঠিত অনলাইন ভিত্তিক একক ক্ষুদ্র ব্যবসায়িরা অংশ নিয়েছে এই মেলাতে। মেলাতে নিত্য প্রয়োজনিয় সামগ্রী ছাড়াও, প্রকৃতি প্রেমী ক্রেতাদের জন্য রয়েছে বনসাই গাছের সমাহার। এছাড়াও হাতে তৈরি খাদ্য, গার্মেন্স সামগ্রী, দেশের বিভিন্ন প্রন্ত থকে সংগৃহিত কুটির শিল্পের সামাহার স্থাপন পেয়েছে মেলার স্টোল গুলোতে।


ঘরে বসে না থেকে নিজের প্রচেষ্টায় নিজের পায়ে সাবলম্বি হওয়ার প্রচেষ্টার এক অনন্য মাধ্যমের নাম অলইন ওয়ান প্লাটফরম। করোনাকালীন সময়ে ঘরবন্দী বেকার নারী ও পুরুষদের নিয়ে এই সংগঠনের যাত্রা শুরু হয়। অনলাইন এর মাধ্যমে ঘরেবসে পছন্দের খাদ্য সহ বিভিন্ন নিত্য প্রয়োজনিয় সামগ্রী ক্রেতাদের কাছে পৌছে দেয়ার মাধ্যমে এই ব্যবসায়িক যাত্রা শুরু হয়। প্রথম পর্যায়ে জেলা ৪৬জন তরুন উদ্যোগতাদের নিয়ে একটি অনলাইন পেজ খুলে নিজেরাই সদস্য হয়ে যাত্রা শুরু করেন। সময়ের সাথে সাথে এখন তাদের সদস্য সংখ্যা শাতাধিক ছাড়িয়েছে। আর বর্তমানে গ্রাহক সংখ্যা প্রায় ৫০ হাজার ও বেশি। মেলাতে অংশ গ্রহণ করা বেশিরভাগ স্টোল নিয়েছেন তরুণ নারী উদ্যোগতারা। পাশাপাশি তাদের সাথে রয়েছেন পুরুষ সদস্যরাও।


মেলায় আগত ক্রেতা ও দর্শনার্থীরা জানান, এই ধররে মেলা আরো বেশিবেশি করে হওয়া দরকার। নতুন তরুন ব্যবসায়িক উদ্যোগতারা নতুন নতুন পণ্য নিয়ে আসে ক্রেতাদের জন্য। বাজারে অনেক সময় এই ধরনরে ইউনিক পণ্য গুলো খুজে পাওয়া যায়না। আর মেলাতে এক সাথে অনেকেই প্রতেযোগিতা মূলক ভাবে এই সকল পণ্য বিক্রি করছে।


মেলায় অংশ গ্রহণকারী তরুন উদ্যোক্তারা জানান, অনলাইনের মাধ্যমে পণ্য বিক্রি করার জন্য প্রচার প্রসার দরকার। আর এই প্রচারের জন্য অফলাইন এই মেলা আমাদের স্থানীয় সকল ক্রেতাদের সাথে সরাসরি যোগাযোগ স্থাপন করিয়ে দেয়। অলইন ওয়ান প্লাটফর্মের মাধ্য সারা বাংলাদেশে মেলার আয়োজন করলে তরুন উদ্যোগতারা দেশের সাধারন ক্রেতাদের জন্য ভালো মানের পণ্য নিয়ে হাজির হবে। একদিকে অনলাইন ব্যবসা প্রসারিত হবে অন্যদিকে বেকারত্ব দূর হবে।


আয়োজক নাজনিন খান কেয়া ও জামিল আহম্মেদ বলেন, করোনাকালীন সময় থেকে এই অলনাইন ভিত্তিক ব্যবসার যাত্রা শুরু হয়েছে। করোনাকালীন সময়ে বেকার নারী ও পুরুষরা যথন কর্মসংস্থানের অভাবে সংসার চালাতে হিমসিম খাচ্ছিলো তখন এই অনলানের মাধ্য ব্যবসা তাদের নতুন পথের আলোর দেখিয়েছে। এখন প্রতিষ্ঠিত তরুন উদ্যোক্তারা ঘরে বসে মাসে ২০ থেকে ২৫ হাজার করে টাকা ইনকাম করছে। সরকারি ভাবে সহযোগিতা পেলে এই প্লাটফর্মের সকল সদস্য দেশের ও দশের জন্য কাজ করতে পারবে মনে করছে তরা।

প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ১০ টা পর্যন্ত চলছে মেলার কার্যক্রম। এবারের মেলাতে ৫০টি স্টোলে উদ্যোক্তারা তাদের পন্য সামগ্রী নিয়ে উপস্থিত হয়েছেন। মেলাতে দৃষ্টিনন্দন স্টোলে মধ্যে রয়েছে প্রকৃতি প্রেমীদের জন্য বনসাই, চাঁপাই থেকে আসা দড়ির তৈরির বিভিন্ন সামগ্রী, সিলেটের চা, পাবনার ঘি, সুন্দর বনের মধু, ঢাকার জামদানি শাড়ি, ঘানিতে ভাঙানো সরিসার তেল, হাতে তৈরি পিঠা, কেকে সহ হাতের কাজের পোষাক নিয়ে এই মেলাতে অংশগ্রহণ করেছেন তারা। অনলাইন পেজের প্রচার ও প্রসারের লক্ষে সাধারন ক্রেতাদের মাঝে নিজের পণ্য সামগ্রীর পরিচয় ঘটিয়ে দেয়ার লক্ষেই এই মেলার আয়োজন বলে জানা গেছে। জেলা শহরের বীরমুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে চলতি মাসের ২৮ তারিখ থেকে শুরু হওয়া মেলা শেষ হবে আগামী ৪ নভেম্বর শুক্রবার।

আপনার মতামত লিখুন :

পাবনায় মঞ্চন্থ হলো ঐতিহাসিক কৃষক আন্দোলনের পটভূমি নিয়ে নির্মিত নাটক উত্তুরে হাওয়া।  

পাবনায় মঞ্চন্থ হলো ঐতিহাসিক কৃষক আন্দোলনের পটভূমি নিয়ে নির্মিত নাটক উত্তুরে হাওয়া।  

একজন মুদি দোকানদারের ‘গ্রহ মানব’ হয়ে ওঠার গল্প

একজন মুদি দোকানদারের ‘গ্রহ মানব’ হয়ে ওঠার গল্প

বাংলা চলচ্চিত্রের বর্তমান সময়ের জনপ্রিয় তরুন নায়ক “মুন্না”প্রেক্ষাগৃহ পরিদর্শন করলেন

বাংলা চলচ্চিত্রের বর্তমান সময়ের জনপ্রিয় তরুন নায়ক “মুন্না”প্রেক্ষাগৃহ পরিদর্শন করলেন

এবার চলচ্চিত্রের গানে কন্ঠ দিলেন পাবনার ছেলে শুভ

এবার চলচ্চিত্রের গানে কন্ঠ দিলেন পাবনার ছেলে শুভ

আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যেদিয়ে বিজয় দিবস উদযাপন করছে  জেলা আ. লীগ

আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যেদিয়ে বিজয় দিবস উদযাপন করছে  জেলা আ. লীগ

পাবনায় আনন্দ-উল্লাসে প্রথম আলোর ২৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

পাবনায় আনন্দ-উল্লাসে প্রথম আলোর ২৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার: PabnaTimes24.Com

সম্পাদক: মোঃ মুস্তাফিজুর রহমান
০১৭২১৭৪৭৯৬৫
অফিসঃ ৪র্থ তলা, রানা শপিং কমপ্লেক্স , পাবনা প্রেস ক্লাব গলি, আব্দুল হামিদ রোড, পাবনা-৬৬০০
pabnatimes24.com@gmail.com