সব

পাবনায় মঞ্চন্থ হলো ঐতিহাসিক কৃষক আন্দোলনের পটভূমি নিয়ে নির্মিত নাটক উত্তুরে হাওয়া।  

পাবনায় মঞ্চন্থ হলো ঐতিহাসিক কৃষক আন্দোলনের পটভূমি নিয়ে নির্মিত নাটক উত্তুরে হাওয়া।  

ঐতিহাসিক কৃষক আন্দোলনের পটভূমি নিয়ে পাবনায় মঞ্চস্থ হলো নাটক উত্তুরে হাওয়া। কৃষক আন্দোলনের নারী নেত্রী ইলা মিত্রের সাহসী ভুমিকাকে এই মঞ্চ নাটকের মাধ্যমে উপস্থাপন করা হয়েছে। পবনা বনমালী শিল্পকলা কেন্দ্রের আয়োজনে ১৮ মার্চ সন্ধ্যায় নাটকটি পরিবেশন করেন স্থানীয় নাট্য সংগঠন পাবনা ড্রামা সার্কেল। কৃষক আন্দোলনের ঐতিহাসিক ঘটনাকে নতুন প্রজন্মের মাঝে তুলে ধরতে নাটকটি প্রর্দশন করা হয়।
তেভাগা আন্দোলনের অন্যতম নেত্রী ইলা মিত্রের সংগ্রামী জীবনের গল্প নিয়ে তৈরি করা হয়েছে এই নাটকটি। ইলা মিত্র  নাচোলের কৃষক ও সাঁওতালদের সংগঠিত করে আন্দোলন গড়ে তুলে ছিলেন। ১৯৪৬ সালে সংগঠিত হওয়া কৃষক বিদ্রহ তেভাগা আন্দোলনের নেতৃত্ব দেন তিনি। ইলামিত্র এক সংগ্রামী নাম বঞ্চিত মানুষের প্রতিনিধির নাম। তিনি একদিকে ছিলেন মানবতাবাদী নারী, যিনি সাধারন মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য জীবনের সকল সুখ স্বাচ্ছন্দ বিসর্জন দিয়েছেন। সংগ্রামী জীবনে ভোগ করেছেন অমানুষিক নির্যাতন। তবু থেমে যায়নি তার আদর্শের লড়াই। জীবনের শেষ দিন পর্যন্ত সাধারন মানুষের জন্য কথা বলেছেন তিনি। শত অত্যাচার নিরবে সহ্য করেছেন গণতন্ত্রকামী মানুষের মুক্তির জন্য। তিনি কৃষক ও সাঁওতালদের নিয়ে গড়েতোলা তেভাগা আন্দোলন। কৃষকদের উৎপাদিত ফসলের খাজনা ও ন্যায্য বন্টন ব্যবস্থা নিয়ে জমিদার ও জোতদারদের বিরুদ্ধে তিনি কথা বলেছেন। উত্তরের জনপদ থেকে শুরু হওয়া এই অন্দোলনে দেশের বিভিন্ন জেলার সাধারন বর্গা ও ভাগ চাষীরা অংশ গ্রহণ করেন। ব্রিটিশ সরকার কর্তৃত সৃষ্ট জমিদার-জোতদার ব্যবস্থা দেশ বিভাগের পরেও বলবত থাকে। জমিদার ও জোতদারগণ বর্গাচাষী ও কৃষকদের উৎপাদিত ফসলের মাধ্যমে খাজনা আদায় করতো। কৃষি কাজে নিয়োজিত শ্রমিক ও কৃষকেরা উৎপাদিত ফসেলের তিন ভাগের এক ভাগ পেত। সেই সকল ঘটনাকে দৃশ্য কাব্যের মাধ্যমে মঞ্চে উপস্থ্পন করে নাট্যকর্মীরা।


সেই সময়ের চলমান আন্দোলন দমন করতে জমিদার-জোতদারেরা তাদের নিজেস্ব লাঠিয়াল বাহিনীর পাশাপাশি ও পুলিশ প্রশাসন ব্যবহার করেছে। বিভিন্ন স্থানে আন্দোলনরত কৃষকদের সাথে সংঘর্ষে সাধারন কৃষক সহ বেশ কিছু পুলিশ সদস্য নিহত হন। কৃষকদের এই আন্দোলন দমন করতে মাঠে নামে পুলিশ ও সেনাবাহিনী। দেশের বিভিন্ন স্থানে কৃষকদের সাথে ব্যপক সংঘর্ষ হয়। বহু কৃষককে গুলি করে হত্যা সহ জ¦ালিয়ে দেয়া হয় শতশত বস বাড়ি। পুলিশের বন্দুকের সামনে টিকতে না পেরে কৃষকরা পিছু হটে। আন্দোলনের নৃত্রীত্বদানকারী নেতা কর্মীরা আত্মগোপনে যাওয়ার সিন্ধান্ত নেয়। আর সেই সময়ে আত্মগোপনে যাওয়ার সময়ে রানী ইলা মিত্র সহ তার সহযোদ্ধারা পুলিশের হাতে গ্রেফতার হন। নাটকে রানী ইলা মিত্রের পরবর্তী সংগ্রামী জীবনের ঘটনার বর্ণনা সংক্ষিপ্ত উপস্থপনার মাধ্য দিয়ে শেষ করা হয়। নাটকটি রচনায় ছিলেন তরুন লেখক সাইফুল ইসলাম আজম আর নির্দেশনা দিয়েছেন মুস্তাফিজুর রহমান। ৯০ মিনিট সময় কালের এই নাটকে অভিনয় করেছেন ১২ জন নাট্য কর্মী। ইতিহাস নির্ভর এই নাটকটি নতুন প্রজন্মের কাছে তুলে ধরার প্রয়াস এটি।


নাটক নিয়ে কথা বলেন নাট্যকার সাইফুল ইসলাম আজম তিনি বলেন, ঐতিহাসিক সাঁওতাল ও কৃষক আন্দোলনের পটভুমিকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরার জন্য গল্পটি লেখা। আদাীকাল থেকেই আমাদের দেশের কৃষকরা সুবিধা বঞ্চিত। আর তাদের দাবি দাওয়ার বিষয় নিয়ে কেউ না কেউ কখা বলেছেন। প্রায় ৭০ বছর পূর্বের কৃষ বিদ্রের ঘটনা নতুন প্রজন্ম এখন কতটুকু জানে। ইতিহাস নিজে নিজে বাঁচেনা তাকে বাঁচিয়ে রাখতে হয়। আজকের নারী জাগরণ নারীদের বিপ্লব সকল কিছুর সূত্র সেই সময় থেকেই চলে আসছে। আমি মনে করি এখনো কৃষরা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। তাই ইতিহাস তুলে ধরে মনে করিয়ে দিতে চেয়েছি কোন কিছুই সহজে আসেনি বা পাওয়া যায়নি। মহান মুক্তিযুদ্ধে যেমন সংগ্রাম করে জীবন দিয়ে অর্জন করতে হয়েছে। তেমনি কৃষদের জন্য এখনো আমাদের অনেক কিছু করার রয়েছে। ইতিহাস থেকে শিক্ষা নিয়ে আগামী প্রজন্ম তাদের পদক্ষেপ গ্রহণ করবে এমনটাই আমি মনে করি।
নাটকের নির্দেশক মুস্তাফিজুর রহমান বলেন, ইতিহাস নির্ভর ঐতিহাসিক ঘটনাকে মঞ্চে সল্প সময়ের জন্য উপস্থাপন করা খুবই কঠিন একটি কাজ। তবে চেষ্টা করেছি কৃষক ও সাঁওতাল বিদ্রহের সেই সময়ের ইলা মিত্রের সাহসী নেতৃত্ব তার অবদানের কথা তুলে ধরার। নাটকে অনেক কিছু দেখানো সম্বভ হয়নি। শুধু কিছু দৃশ্য কাব্যের মাধ্যমে কিভাবে ইলামিত্র হলেন তিনি কৃষকদের ন্যায্য দাবির জন্য কত ধরনরে নির্যাতনের স্বীকার হয়েছেন সিটি দেখানো চেষ্টা করা হয়েছে। বর্তমান সময়ের নতুন প্রজন্ম সেই ইতিহাস এখন জানেনা বল্লেই চলে। তাই নাটকের মাধ্যমে দর্শকদের সামনে উপস্থাপন করা হয়েছে মঞ্চে। আগামীতে সারা বাংলাদেশে বিভিন্ন মঞ্চে নাটকটি প্রর্দশ করা হবে।

আপনার মতামত লিখুন :

পাবনায় মঞ্চন্থ হলো ঐতিহাসিক কৃষক আন্দোলনের পটভূমি নিয়ে নির্মিত নাটক উত্তুরে হাওয়া।  

পাবনায় মঞ্চন্থ হলো ঐতিহাসিক কৃষক আন্দোলনের পটভূমি নিয়ে নির্মিত নাটক উত্তুরে হাওয়া।  

একজন মুদি দোকানদারের ‘গ্রহ মানব’ হয়ে ওঠার গল্প

একজন মুদি দোকানদারের ‘গ্রহ মানব’ হয়ে ওঠার গল্প

বাংলা চলচ্চিত্রের বর্তমান সময়ের জনপ্রিয় তরুন নায়ক “মুন্না”প্রেক্ষাগৃহ পরিদর্শন করলেন

বাংলা চলচ্চিত্রের বর্তমান সময়ের জনপ্রিয় তরুন নায়ক “মুন্না”প্রেক্ষাগৃহ পরিদর্শন করলেন

এবার চলচ্চিত্রের গানে কন্ঠ দিলেন পাবনার ছেলে শুভ

এবার চলচ্চিত্রের গানে কন্ঠ দিলেন পাবনার ছেলে শুভ

আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যেদিয়ে বিজয় দিবস উদযাপন করছে  জেলা আ. লীগ

আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যেদিয়ে বিজয় দিবস উদযাপন করছে  জেলা আ. লীগ

পাবনায় আনন্দ-উল্লাসে প্রথম আলোর ২৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

পাবনায় আনন্দ-উল্লাসে প্রথম আলোর ২৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার: PabnaTimes24.Com

সম্পাদক: মোঃ মুস্তাফিজুর রহমান
০১৭২১৭৪৭৯৬৫
অফিসঃ ৪র্থ তলা, রানা শপিং কমপ্লেক্স , পাবনা প্রেস ক্লাব গলি, আব্দুল হামিদ রোড, পাবনা-৬৬০০
pabnatimes24.com@gmail.com