সব

পাবনার শিশু জুবাইরা প্রধানমন্ত্রীকে দেখতে চায়

পাবনার শিশু জুবাইরা প্রধানমন্ত্রীকে দেখতে চায়

দেড় বছর বয়স থেকে টেলিভিশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেখে তাঁকে নিজের দাদু হিসেবে মনে করে আসছে শিশু জুবাইরা। তার পুরো নাম ফাতেমা আক্তার জুবাইরা। বর্তমানে বয়স চার বছর। এখন মাসহ সবার কাছে জুবাইরার আবদার—প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেখতে চায় সে, কথা বলতে চায়।

দিনদিন তার এই আবদার জেদে পরিণত হচ্ছে। বিব্রতকর পরিস্থিতিতে পড়ছে তার পরিবার। তাই বাধ্য হয়ে জুবাইরার ইচ্ছার কথা প্রধানমন্ত্রীর কাছে পৌঁছাতে হাতে লেখা একটি চিঠি নিয়ে বিভিন্ন স্থানে ছোটাছুটি করছেন তার মা শাহানা ফেরদৌস।

পাবনার বেড়া উপজেলার আমিনপুর থানার গোবিন্দপুর ইউনিয়নের বিরাহিমপুর গ্রামের শহিদুর রহমান খাঁন ও শাহানা ফেরদৌস দম্পতির ঘরে ২০১৮ সালের ১৬ আগস্ট জন্ম হয় ফাতেমা আক্তার জুবাইরার।

গত ২৬ জুলাই দুপুরে চার বছরের মেয়ে জুবাইরাকে নিয়ে পাবনা প্রেসক্লাবে আসেন তার মা। সামনে এগিয়ে যেতেই দৌড়ে এসে জাপটে ধরে বলল তুমি সাংবাদিক, ‘তুমি আমার মামা হও। জানো প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার দাদু হয়। আমি দাদুর সাথে কথা বলতে চাই, ভিডিও কলে দেখতে চাই। তার সাথে আমাকে দেখা করিয়ে দাও।’

প্রথমে বিষয়টি নিয়ে অনেকে হকচকিয়ে গেলেও জুবাইরার মায়ের কথা ও তার হাতে লেখা চিঠি পড়ে পরিষ্কার হয় পুরো বিষয়টি। জানান, মেয়ের আবদার রক্ষার জন্য তিনি সাংবাদিকদের সহযোগিতা চান। যেন তাঁদের লেখনীতে বিষয়টি নজরে আসে প্রধানমন্ত্রীর।

জুবাইরার মা শাহানা ফেরদৌস বলেন, ‘শিশু জুবাইরার বয়স যখন দেড় বছর, তখন আমরা বাসায় টেলিভিশনে খবর দেখতাম। সে সময়ে খবরের মধ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেখে শিশু জুবাইরা বলত, “আম্মু এইটা কি আমার দাদু হয়? ” তখন মেয়েকে বলতাম, এটা আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সে সময় থেকে মেয়েটি প্রধানমন্ত্রীকে তার দাদু হিসেবেই দাবি করে আসছে। কান্নাকাটি করত। কান্না থামাতে প্রধানমন্ত্রীকে তার দাদু হিসেবে বলে ঘুম পাড়িয়ে দিতাম। সেই থেকে এখন পর্যন্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সত্যিই দাদু হিসেবে চিনে আসছে জুবাইরা।’

শাহানা ফেরদৌস বলেন, ‘যখন মনে পড়ে, তখনই জুবাইরা জিদ করে বসে, “আম্মু দাদুকে ফোন দাও। আমি কথা বলব। ” আমি নম্বর নেই বললেই সে চরম কান্নাকাটি শুরু করে। অনেক সময় তাকে মারধর করে শান্ত করতে হয়। জুবাইরা বলে, “আমার দাদু আমাকে দেখতে আসে না কেন? ” তখন ওকে বলতাম, মা দাদু অনেক দূরে থাকে। সেও ওখানে যাওয়ার জেদ ধরলে বলি ওখানে অনেক পুলিশ থাকে। নানা ভয় দেখানোর পরও দাদু শেখ হাসিনাকে সে ভুলতে পারে না।’

জুবাইরার মা বলেন, ‘মিথ্যা বলতে বলতে আমি অসহ্য যন্ত্রণার মধ্যে পড়েছি। মনে হয় প্রতিনিয়ত আমি এই শিশুটির সাথে মিথ্যা বলে অপরাধী হয়ে যাচ্ছি। কত মিথ্যা সান্ত্বনা দিয়ে রাখব এই মেয়েকে। শিশু জুবাইরার ইচ্ছা—দাদুর সাথে বেড়াবে, ভিডিও কলে কথা বলবে।’

পাবনা প্রেসক্লাবে আসার পর শিশু জুবাইরাকে প্রশ্ন করা হলো, ‘তোমার দাদুর নাম কী?’ সে বলল, ‘শেখ হাসিনা।’ তিনি কে জানতে চাইলে তার উত্তর, ‘তিনি প্রধানমন্ত্রী; আমার দাদু হয়। আমি তার সাথে দেখা করতে চাই। কথা বলতে চাই, বেড়াতে চাই।’

জুবাইরার মা শাহানা ফেরদৌসের দাবি, ‘মানবতার মা, দেশের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যদি একবারের জন্য এই বাচ্চার সাথে সাক্ষাৎ বা ভিডিও কলে কথা বলতেন, তাহলে আমরা সারা জীবন ঋণী হয়ে থাকতাম। এই বাচ্চাটাকে কোনোভাবেই আমরা বোঝাতে পারছি না যে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তোমার দাদু নয়। এই মিথ্যা থেকে আমরা একটু স্বস্তি পেতে চাই।’

গত ১৬ জুলাই থেকে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চেয়ে হাতে লেখা একটি চিঠি নিয়ে সাংবাদিকসহ বিভিন্ন মাধ্যমে আকুতি জানাচ্ছেন জুবাইরার মা শাহানা ফেরদৌস।

আপনার মতামত লিখুন :

পাবনার নবাগত এসপি’র সাথে হিন্দু মহাজোট’র ফুলেল শুভেচ্ছা বিনিময়

পাবনার নবাগত এসপি’র সাথে হিন্দু মহাজোট’র ফুলেল শুভেচ্ছা বিনিময়

পাবনার শিশু জুবাইরা প্রধানমন্ত্রীকে দেখতে চায়

পাবনার শিশু জুবাইরা প্রধানমন্ত্রীকে দেখতে চায়

‘শ্রীলঙ্কার স্বাভাবিক অবস্থায় আসতে সময় লাগবে’

‘শ্রীলঙ্কার স্বাভাবিক অবস্থায় আসতে সময় লাগবে’

সেবার মানসিকতা নিয়ে জনগণের জন্য দ্রুত ন্যায় বিচার নিশ্চিত করাই একমাত্র লক্ষ্য

সেবার মানসিকতা নিয়ে জনগণের জন্য দ্রুত ন্যায় বিচার নিশ্চিত করাই একমাত্র লক্ষ্য

© সর্বস্বত্ব স্বত্বাধিকার: PabnaTimes24.Com

সম্পাদক: মোঃ মুস্তাফিজুর রহমান
০১৭২১৭৪৭৯৬৫
অফিসঃ ৪র্থ তলা, রানা শপিং কমপ্লেক্স , পাবনা প্রেস ক্লাব গলি, আব্দুল হামিদ রোড, পাবনা-৬৬০০
pabnatimes24.com@gmail.com