সব

ভাঙ্গুড়ায় সরকারী স্কুলের লক্ষাধিক টাকার গাছ কেটে নিয়েছে আশরাফুল লিটন বাহিনী

ভাঙ্গুড়ায় সরকারী স্কুলের লক্ষাধিক টাকার গাছ কেটে নিয়েছে আশরাফুল লিটন বাহিনী


স্কুল কর্তৃপক্ষের নির্দেশ অমান্য করে পাবনা ভাঙ্গুড়া উপজেলার মিছমেথুইর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের লক্ষাধিক টাকার গাছ কেটে নিয়েছেন স্থানীয় সন্ত্রাসী বাহিনী আশরাফুল ও লিটন গংয়েরা। তাদের তান্ডবে এলাকার মানুষ মুখ খুলতেও সাহস পায় না। প্রশাসনের হস্তক্ষেপ চান এলাকাবাসি।


সরেজমিন গিয়ে দেখা যায়, স্কুলের পাশেই বড়বড় ইউক্যালিপটাচ গাছ কাটা অবস্থায় পড়ে আছে। ছেলেমেয়েরা তাদের মাঠের সৌন্দর্য বর্ধণ করা কাটা গাছের দিকে তাকিয়ে আছে। আবার কেউকেউ গাছের উপর খেলা করছে।


মিছমেথুইর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়াছিন আলী জানান, তার স্কুলের ভবন নির্মাণ হচ্ছে। এজন্য অন্য একটি জায়গায় অস্থায়ীভাবে তারা ছেলেমেয়েদের পাঠদান সম্পন্ন করছেন। হঠাৎ সেদিন এসে দেখি আশারাফুল, লিটন, মহিরসহ ৭/৮ জন তার স্কুলের প্রায় দুই লক্ষাধিক টাকার বড় বড় প্রায় ইউক্যালিপটাচ গাছ কাটছে। জিজ্ঞাস করলে তারা বলে এ গাছ তাদের। তিনি নিষেধ করলেও তারা তা শোনেনি। যেহেতু সরকারী স্কুলের গাছ অবৈধভাবে জোরপূর্বক কেটে নিচ্ছে তিনি বিষয়টি উপজেলা শিক্ষা অফিসার ও ইউএনও মহোদয়কে জানিয়েছেন। পরে ইউএন সাহেবের নির্দেশে অবশিষ্ট গাছ কাটা বন্ধ রেখেছে।


স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি রুহুল আমিন জানান, তারা নিষেধ করলেও এসব লোক জন জোর করে সরকারী প্রতিষ্ঠানের গাছ কেটেছে। বিষয়টি তারা উর্ধ্বতন মহলে জানিয়েছেন। এর সুষ্ঠ তদন্ত সাপেক্ষে বিচার হওয়া দরকার।


আশরাফুল লিটনরা শুধু সরকারী প্রতিষ্ঠানের গাছ কেটেই ক্ষান্ত হয়নি। তাদের অত্যাচারে অতিষ্ঠ এলাকার অনেকেই। তারা জোর করে দীর্ঘ ৩০ বছর ধরে সরকারী খাস জমির উপর বসবাসকারী মোক্তার হোসেন, আমিরুল ইসলাম, আছাদ আলীদের উচ্ছেদ করার অভিযোগ রয়েছে। সেই খাস জায়গায়ই লিটনকে বাড়ি বানিয়ে দিয়েছে আশরাফুল। এসব গৃহহীন লোকজন এখন পরিবার পরিজন নিয়ে অন্যের বাড়িতে পরগাছা হয়ে বসবাস করছেন।


সরকারী গাছ কাটার বিষয়টি নিয়ে খান মরিচ ইউনিয়নের চেয়ারম্যান মনোয়ার হোসেন মিঠু জানান, বিষয়টি ইউএনও মহোদয় অবগত আছেন। সুষ্ঠ তদন্ত করে যা করবেন সেটাই সঠিক। এখানে তার কোন কথা নেই।
এব্যাপারে আশরাফুল ইসলামকে সরকারী স্কুলের গাছ কেটে নেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি জানান, তার মনে হয়েছে এ গাছগুলি তার। এজন্য কেটে নিয়েছি। ইউএনও স্যার নিষেধ করায় আর কাটেনি।


এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাহিদ হাসান খান স্কুলের গাছ কাটার বিষয়টি নিশ্চিত করে জানান, স্থানীয় কিছু উশৃংখল লোক জোর করে গাছ কেটেছে। বিষয়টি তিনি শোনার পরপরই খান মরিচ ভ’মি সহকারীকে নির্দেশ দেই গাছ কাটতে নিষেধ করার জন্য। যেহেতু সরকারী স্কুলের গাছ অবৈধভাবে জোরপূর্বক কেটেছে এটা তদন্ত সাপেক্ষে তাদের বিচারের আওতায় আনার ব্যবস্থা করা হচ্ছে।

আপনার মতামত লিখুন :

সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে পাবনা-৩ আসনে মনোনয়ন প্রত্যাশার কথা জানালেন আব্দুল হামিদ মাস্টার

সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে পাবনা-৩ আসনে মনোনয়ন প্রত্যাশার কথা জানালেন আব্দুল হামিদ মাস্টার

ভাঙ্গুড়ায় আলাদা ঘটনায় দু’জনের মরদেহ উদ্ধার

ভাঙ্গুড়ায় আলাদা ঘটনায় দু’জনের মরদেহ উদ্ধার

পাবনা-৩ আসনে নৌকার মনোনয়ন চান ফরিদপুরের মেয়র কামরুজ্জামান মাজেদ

পাবনা-৩ আসনে নৌকার মনোনয়ন চান ফরিদপুরের মেয়র কামরুজ্জামান মাজেদ

ভাঙ্গুড়ায় সরকারী স্কুলের লক্ষাধিক টাকার গাছ কেটে নিয়েছে আশরাফুল লিটন বাহিনী

ভাঙ্গুড়ায় সরকারী স্কুলের লক্ষাধিক টাকার গাছ কেটে নিয়েছে আশরাফুল লিটন বাহিনী

ভাঙ্গুড়ায় মন্দিরের সম্পত্তি দখল: উদ্ধারের আবেদন হিন্দু সম্প্রদায়ের

ভাঙ্গুড়ায় মন্দিরের সম্পত্তি দখল: উদ্ধারের আবেদন হিন্দু সম্প্রদায়ের

ভাঙ্গুড়ায় ব্রাজিলের পতাকা বিতরণ করলেন শেখ সাখাওয়াত

ভাঙ্গুড়ায় ব্রাজিলের পতাকা বিতরণ করলেন শেখ সাখাওয়াত

© সর্বস্বত্ব স্বত্বাধিকার: PabnaTimes24.Com

সম্পাদক: মোঃ মুস্তাফিজুর রহমান
০১৭২১৭৪৭৯৬৫
অফিসঃ ৪র্থ তলা, রানা শপিং কমপ্লেক্স , পাবনা প্রেস ক্লাব গলি, আব্দুল হামিদ রোড, পাবনা-৬৬০০
pabnatimes24.com@gmail.com