সব

পাবিপ্রবি’র নির্মাণাধীন ছাত্রাবাস থেকে পড়ে ২ নির্মাণ শ্রমিক নিহতের ঘটনায় মামলা, গ্রেপ্তার ১

পাবিপ্রবি’র নির্মাণাধীন ছাত্রাবাস থেকে পড়ে ২ নির্মাণ শ্রমিক নিহতের ঘটনায় মামলা, গ্রেপ্তার ১

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন ছাত্রাবাসে কাজ করার সময়ে নিচে পড়ে ২ শ্রমিক নিহতের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। আর মামলায় অভিযুক্ত একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২৫ আগস্ট) রাত ১১টার দিকে মামলা দায়ের ও গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা।

গ্রেপ্তারকৃত আসামী হলেন, প্রকল্পে সাইট ইঞ্জিনিয়ার সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার চর বেলতৈল গ্রামের নজরুল ইসলামের ছেলে মো: হোসাইন (২৪)।

ওসি কৃপা সিন্ধু বালা জানান, প্রকল্পের কাজে গাফিলতির অভিযোগে নিহত তুহিন হোসেনের চাচা মফিজুর রহমান বাদী হয়ে শুক্রবার রাত আটটার দিকে মামলাটি দায়ের করেন। মামলায় প্রকল্প পরিচালক সহ ৬ জনকে আসামী করা হয়েছে।

আসামীরা হলেন, প্রকল্প সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের ম্যানেজার নাছিরুল হক (৩৫), পরিচালক হারুনুর রশিদ (৬৬), প্রকল্প পরিচালক লেফটেন্যান্ট কর্নেল (অব.) জিএম আজিজুর রহমান (৬০), আরেক ঠিকাদারি প্রতিষ্ঠানের ম্যানেজার মিজানুর রহমান (৩৮), সাইট ইঞ্জিনিয়ার সুজাদৌল্লাহ (২৩) এবং সাইট ইঞ্জিনিয়ার মো. হোসাইন (২৪)। 

ওসি জানান, মামলার পর রাত দশটার দিকে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অভিযান চালিয়ে প্রকল্পের সাইট ইঞ্জিনিয়ার মোঃ হোসাইনকে গ্রেফতার করা হয়। অভিযান অব্যাহত রয়েছে। বাকি আসামিদেরকেও দ্রুত আইনের আওতায় আনা হবে।

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. কামাল হোসেন জানান, শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয়ে নির্মাণাধীন শেখ রাসেল হলের বাইরের অংশে শ্রমিকেরা দঁড়ি ঝুঁলিয়ে প্লাস্টারের কাজ করছিলেন। এ সময় আকষ্মিকভাবে দঁড়ি ছিঁড়ে নিচে পড়ে যায় ৩ জন নির্মাণ শ্রমিক।

গুরুতর আহত অবস্থায় তাদের স্থানীয়রা পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষনা করেন। বাকি দু’জনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে পথে একজন মারা যায়। 

নিহতরা হলেন, চাঁপাইনবাবগঞ্জের বাগানপাড়া চর বাসুদেরপুর গ্রামের আজিজুর রহমানের ছেলে তুহিন হোসেন (২৫) ও রাজশাহীর গোদাগাড়ি উপজেলার বিগ্রাম ঘন্টি গ্রামের মৃত মজিবুর রহমানের ছেলে আসাদুল আলী (৩৫)। 

আহত ব্যক্তি চাঁপাইনবাবগঞ্জের চরঅনুপনগর পশ্চিমপাড়া গ্রামের নয়ন আলীর ছেলে রবিউল আওয়াল (৩০)।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন বলেন, ঘটনাটি দু:খজনক। বিশ্ববিদ্যালয়ের অনেকগুলো কনস্ট্রাকশনের কাজ চলছে। প্রকল্পে তাদের নিরাপত্তা বজায় রেখে কাজ করতে বলা আছে। কিন্তু তারপরও কিভাবে ঘটনাটি ঘটলো আমরা তদন্ত করে দেখবো।

আপনার মতামত লিখুন :

শহিদ মিনারে ফুল দেয়া নিয়ে পাবিপ্রবি কর্মকর্তাদের দুই গ্রুপের হাতাহাতি

শহিদ মিনারে ফুল দেয়া নিয়ে পাবিপ্রবি কর্মকর্তাদের দুই গ্রুপের হাতাহাতি

পাবিপ্রবি প্রেসক্লাবের সভাপতি মামুন, সম্পাদক জাহিদ

পাবিপ্রবি প্রেসক্লাবের সভাপতি মামুন, সম্পাদক জাহিদ

পাবিপ্রবির ভিসির নির্বাচন করতে সব কর্মকর্তা ঢাকায়! প্রশাসনিক কার্যক্রমে স্থবিরতা!

পাবিপ্রবির ভিসির নির্বাচন করতে সব কর্মকর্তা ঢাকায়! প্রশাসনিক কার্যক্রমে স্থবিরতা!

অটোরকিশার সাথে বিশ্ববিদ্যালয়ের বাসের ধাক্কা; সড়ক অবরোধ বিক্ষোভ পাবিপ্রবি শিক্ষার্থীদের

অটোরকিশার সাথে বিশ্ববিদ্যালয়ের বাসের ধাক্কা; সড়ক অবরোধ বিক্ষোভ পাবিপ্রবি শিক্ষার্থীদের

সেশনজটে হতাশ পাবিপ্রবি ইতিহাস বিভাগের ছাত্র-ছাত্রী, আত্মহত্যার হুমকি!

সেশনজটে হতাশ পাবিপ্রবি ইতিহাস বিভাগের ছাত্র-ছাত্রী, আত্মহত্যার হুমকি!

পাবিপ্রবি’র নির্মাণাধীন ছাত্রাবাস থেকে পড়ে ২ নির্মাণ শ্রমিক নিহতের ঘটনায় মামলা, গ্রেপ্তার ১

পাবিপ্রবি’র নির্মাণাধীন ছাত্রাবাস থেকে পড়ে ২ নির্মাণ শ্রমিক নিহতের ঘটনায় মামলা, গ্রেপ্তার ১

© সর্বস্বত্ব স্বত্বাধিকার: PabnaTimes24.Com

সম্পাদক: মোঃ মুস্তাফিজুর রহমান
০১৭২১৭৪৭৯৬৫
অফিসঃ ৪র্থ তলা, রানা শপিং কমপ্লেক্স , পাবনা প্রেস ক্লাব গলি, আব্দুল হামিদ রোড, পাবনা-৬৬০০
pabnatimes24.com@gmail.com