সব

সেশনজটে হতাশ পাবিপ্রবি ইতিহাস বিভাগের ছাত্র-ছাত্রী, আত্মহত্যার হুমকি!

সেশনজটে হতাশ পাবিপ্রবি ইতিহাস বিভাগের ছাত্র-ছাত্রী, আত্মহত্যার হুমকি!

নিউজ ডেস্ক, পাবনাটাইমস – পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে সেশন জটের কারণে ছাত্র-ছাত্রীদের মধ্যে হতাশা-ক্ষোভ বাড়ছে। এ নিয়ে তারা বিভাগে তালা ঝুলিয়ে বিভাগের সভাপতি ড. হাবিবুল্লাহর পদত্যাগের দাবিও তুলেছে। ভুক্তভোগী ছাত্ররা জানায় এ নিয়ে বারবার ভিসি হাফিজা খাতুন ও প্রোভিসি মোস্তফা কামালের সঙ্গে আলোচনা করলেও বিভাগীয় সভাপতির সদিচ্ছার অভাবে তাতে কোনো প্রতিকার মেলেনি।

এতে ছাত্র-ছাত্রীদের মধ্যে ক্ষোভ ও হতাশা বেড়েই চলেছে। এর ফলে সামাজিক যোগাযোগ-মাধ্যমে তারা আত্মহত্যার হুমকি দিচ্ছে। গত ৩০ আগস্ট ইতিহাস বিভাগের ছাত্র সালাহ উদ্দিন কাদের ফেসবুকে এই লিখে স্ট্যাটাস দেয় যে, ‘একই সাথে আমরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলাম তাদের অনার্স শেষ (জাতীয় + অন্য বিশ্ববিদ্যালয়), এমনকি একই ক্যাম্পাসে যাদের সাথে ভর্তি হয়েছিলাম তারা এখন ৪.২তে, অনেকে ৪.১ এক্সাম দিবে। আমরা হতভাগা আজ কোথায়? ৩.১ সেমিস্টারে পড়ে আছি।… আজ যদি কোন স্টুডেন্ট আত্মহত্যা করে সেই দায় কার? কে নিবে সেই দায়? মানসিক অবস্থা আজ এমন!’

ঐ ছাত্র আরো লিখেছে, ‘বলছিলাম ইতিহাস ডিপার্টমেন্টের কথা। ইতিহাস ডিপার্টমেন্টের যদি কেউ আত্মহত্যার মতো এমন কাজ করতে বাধ্য হয় তাহলে দায়ী থাকবে ইতিহাস বিভাগের শিক্ষকরা।’ তার এই স্ট্যাটাস দেওয়ার সঙরগে সঙ্গে তোলপাড় শুরু হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। একই বিভাগের ছাত্রী স্মরণিকা ইসলাম জুই মন্তব্য করে, ‘কেউ আত্মহত্যা করলেও ওনাদের হুঁশ ফিরবে না। কিভাবে পারে এভাবে এতগুলো মানুষের জীবন নষ্ট করতে। আগে কত শখ আর গর্ব নিয়ে এসেছিলাম বিশ্ববিদ্যালয়ে পড়বো বলে, আর এখন লজ্জা লাগে বলতে যে, আমি পাস্ট এ ইতিহাস বিভাগে পড়ি।’
ছাত্র-ছাত্রীদের সঙ্গে কথা বলে জানা যায়, চার বছরের অনার্স শেষ করতে এ বিভাগে লাগছে আট বছর। বিভাগে চারজন স্থায়ী এবং দুজন খণ্ডকালীন ও চুক্তিভিত্তিক মিলিয়ে শিক্ষক সংখ্যা ছয়জন। এর চেযে কম শিক্ষক থাকলেও পরিসংখ্যান, লোক প্রশাসনসহ অনেক বিভাগ সেশনজটমুক্ত পরিবেশে পাঠদান করছে। কিন্তু ইতিহাস বিভাগে সেশনজট বেড়েই চলেছে।

তারা জানায় বিভাগের চেয়ারম্যান বিশ্ববিদ্যালয়সহ পাবনা শহরের বিভিন্ন আজাইরা কর্মকাণ্ডে বেশি সময় ব্যয় করায় অন্য শিক্ষকদের পক্ষে ঠিক সময়ে ক্লাশ-পরীক্ষা আয়োজন সম্ভব হয় না। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষ্ঠানের ব্যানার বানানো, ফুলের অর্ডার দেওযা, মঞ্চ বানানো; এসব কাজেই তিনি বেশি সময় ব্যয় করেন। তাছাড়া বিভাগের কাজ বাদ দিয়ে পাবনা শহরের বনমালীর গান-বাজনা ও নাটক আয়োজনের কাজে বেশি সময় ব্যয় করেন।

ছাত্র-ছাত্রীরা জানান, ছাত্রদের পরীক্ষা আয়োজনের দাবি-দাওয়া নিয়ে কথা বলতে গেলে তিনি ধমকে তাড়িয়ে দেন। তাকে বিভাগে পাওয়াই যায় না। কোনো কোনো ছাত্র বলেন, এভাবে কৃত্রিম সঙ্কট তৈরি করে বিভাগে পছন্দের শিক্ষক নিয়োগ দেওয়ার জন্য চেয়ারম্যান বিশ্ববিদ্যালয় প্রশাসনকে চাপে রাখতেই সেশনজট তৈরি করেছেন।

এ বিষয়ে কথা বলতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক পাবিপ্রবি ইতিহাস এক শিক্ষক জানান, ‘আমরা দিন-রাত চেষ্টা করে যাচ্ছি সেশনজট মুক্ত করতে।’বিভাগে সময় কম দেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এটা ছাত্রছাত্রীর অপপ্রচার’।

আপনার মতামত লিখুন :

শহিদ মিনারে ফুল দেয়া নিয়ে পাবিপ্রবি কর্মকর্তাদের দুই গ্রুপের হাতাহাতি

শহিদ মিনারে ফুল দেয়া নিয়ে পাবিপ্রবি কর্মকর্তাদের দুই গ্রুপের হাতাহাতি

পাবিপ্রবি প্রেসক্লাবের সভাপতি মামুন, সম্পাদক জাহিদ

পাবিপ্রবি প্রেসক্লাবের সভাপতি মামুন, সম্পাদক জাহিদ

পাবিপ্রবির ভিসির নির্বাচন করতে সব কর্মকর্তা ঢাকায়! প্রশাসনিক কার্যক্রমে স্থবিরতা!

পাবিপ্রবির ভিসির নির্বাচন করতে সব কর্মকর্তা ঢাকায়! প্রশাসনিক কার্যক্রমে স্থবিরতা!

অটোরকিশার সাথে বিশ্ববিদ্যালয়ের বাসের ধাক্কা; সড়ক অবরোধ বিক্ষোভ পাবিপ্রবি শিক্ষার্থীদের

অটোরকিশার সাথে বিশ্ববিদ্যালয়ের বাসের ধাক্কা; সড়ক অবরোধ বিক্ষোভ পাবিপ্রবি শিক্ষার্থীদের

সেশনজটে হতাশ পাবিপ্রবি ইতিহাস বিভাগের ছাত্র-ছাত্রী, আত্মহত্যার হুমকি!

সেশনজটে হতাশ পাবিপ্রবি ইতিহাস বিভাগের ছাত্র-ছাত্রী, আত্মহত্যার হুমকি!

পাবিপ্রবি’র নির্মাণাধীন ছাত্রাবাস থেকে পড়ে ২ নির্মাণ শ্রমিক নিহতের ঘটনায় মামলা, গ্রেপ্তার ১

পাবিপ্রবি’র নির্মাণাধীন ছাত্রাবাস থেকে পড়ে ২ নির্মাণ শ্রমিক নিহতের ঘটনায় মামলা, গ্রেপ্তার ১

© সর্বস্বত্ব স্বত্বাধিকার: PabnaTimes24.Com

সম্পাদক: মোঃ মুস্তাফিজুর রহমান
০১৭২১৭৪৭৯৬৫
অফিসঃ ৪র্থ তলা, রানা শপিং কমপ্লেক্স , পাবনা প্রেস ক্লাব গলি, আব্দুল হামিদ রোড, পাবনা-৬৬০০
pabnatimes24.com@gmail.com