সব

টুঙ্গিপাড়ার সমাধি

টুঙ্গিপাড়ার সমাধি

টুঙ্গিপাড়ার সমাধি



ডঃ মোঃ আনোয়ারুল ইসলাম
সাবেক উপ-উপাচার্য
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

টুঙ্গিপাড়ার সমাধিটার পাশে
লম্বা দীর্ঘশ্বাস নেয়া গাছগুলো হেলে গেছে পনের আগস্টের শোকাবহ দিনে।
ক্ষোভে দুঃখে অপমানে ও ঘৃণায় কাদতে কাদতে
শুকিয়ে গেছে টুঙ্গিপাড়ার বাইগার নদী।
গভীর রাতের মধুমতীর কলকল রব
কোনো দিন আর ঢেউ তোলে না!
চিরচেনা সফেদ পাঞ্জাবি পরা মোহুনীয় ভংগিমায় ঠোঁটের কোনায় পাইপ এর বদলে টুঙ্গিপাড়ায়
তুমি এসেছিলে নিথর নিষ্প্রাণ।
যা বিশ্বাস করেনি এই টুঙ্গিপাড়া, এই স্বদেশ।

আজ অনেক দিন পরে
শোক হয়েছে শক্তি
টুঙ্গিপাড়ার সমাধি এখন
পদ্মা, মেঘনা, যমুনার সঙ্গে
বাঙালির নতুন রক্তস্রোতে
নতুন ঠিকানা।
এখানে বিপ্লবীরা আসে সমাজ বদলানের নেশায়
দেশপ্রেমিকরা আসে দেশ গড়ার স্বপ্নে
মুক্তিযুদ্ধের ক্লান্ত সৈনিক আসে নতুন করে যুদ্ধে যাবে বলে।
টুঙ্গিপাড়ার সমাধি জেগে থাকে
বিলিয়ে দেয়
ইতিহাসের শেষ সমাধান ।

আগামীর কর্ণধার জেনে যায়
নিশীথের অন্ধকারে
মিটিমিটি আলো জ্বলছে
পুরনো দীপ শিখায়
বাতাসে,
একটা গন্ধ ভেসে বেড়াচ্ছে –
চিরচেনা পাইপের
কান পাতলে শোনা যায়
মিছিলের শ্লোগান
জয় বাংলার ধ্বনি প্রতিধ্বনিত হয়
টুঙ্গিপাড়ার সেই
পুরোনো সমাধি থেকে।

আপনার মতামত লিখুন :

তুই মানে – ইমি

তুই মানে – ইমি

গল্প কথায় ইউ‌রো‌পের ই‌তিহাস: কি‌স্তি ১১

গল্প কথায় ইউ‌রো‌পের ই‌তিহাস: কি‌স্তি ১১

গল্প কথায় ইউ‌রো‌পের ই‌তিহাস: কি‌স্তি ৮

গল্প কথায় ইউ‌রো‌পের ই‌তিহাস: কি‌স্তি ৮

হেমন্তের হাতছানি ! 

হেমন্তের হাতছানি ! 

“শিশুদের সুপ্ত বিকাশ হোক বাঁধাহীন”

“শিশুদের সুপ্ত বিকাশ হোক বাঁধাহীন”

অনন্যা – আরিফ আহমেদ সিদ্দিকী

অনন্যা – আরিফ আহমেদ সিদ্দিকী

© সর্বস্বত্ব স্বত্বাধিকার: PabnaTimes24.Com

সম্পাদক: মোঃ মুস্তাফিজুর রহমান
০১৭২১৭৪৭৯৬৫
অফিসঃ ৪র্থ তলা, রানা শপিং কমপ্লেক্স , পাবনা প্রেস ক্লাব গলি, আব্দুল হামিদ রোড, পাবনা-৬৬০০
pabnatimes24.com@gmail.com