সব

তুমি এসেছো বলে – আরিফ আহমেদ সিদ্দিকী

তুমি এসেছো বলে – আরিফ আহমেদ সিদ্দিকী

তুমি এসেছো বলে

  • আরিফ আহমেদ সিদ্দিকী

চারিদিকে যখন সীমাহীন দুঃখ খেলা করে
জীবনটা এক রকম অনিশ্চিত হয়ে যায়
আকাশের কান্নায় ফুলের পাপড়ি শুকিয়ে যায়
নিদ্রারা অনেক আগেই ছুটি নিয়েছিল।

তুমি আসবে সে কথা কেউ বলেনি আগে
তুমি এসেছো বলেই আমার অনিরাপদ জীবন
ভবিষ্যৎ অগ্রযাত্রায় তুমি হলে আমার ভরসা
তোমাকে নিয়েই স্বপ্ন বাকিটা পথচলার।

হয়তো এলোমেলো জীবন গুছিয়ে যেত আরও আগে
তোমার আসার অপেক্ষা আমায় দিয়েছে নতুনত্ব
তোমাকে পাওয়া, নতুন কিছু চাওয়া এ এক অনন্য
তুমি হয়তো আমার জীবনের গতিপথ পরিবর্তক।

আমি ভালোবাসি তোমায় নিজের থেকে বেশি
একদিন থাকবো না হয়তো তোমাকে ছেড়ে
চলে যাবো বহুদূরে অনেক মায়া ছেড়ে কিছু ফেলে
মায়ার বন্ধনে রেখো আগলে ভুলো মোরে।

আমার কবরে ফুটবে কফি রংয়ের গোলাপ
ঝড়ে পড়া পাপড়িগুলো হবে তোমার হাত বুলানি
আকাশ গর্জনে তোমার শাসন আর বৃষ্টির ফোটায়
মুছে যাবে গ্লানি, ক্লান্তি আর অবসাদের ঘনঘটা।

আপনার মতামত লিখুন :

তুই মানে – ইমি

তুই মানে – ইমি

গল্প কথায় ইউ‌রো‌পের ই‌তিহাস: কি‌স্তি ১১

গল্প কথায় ইউ‌রো‌পের ই‌তিহাস: কি‌স্তি ১১

গল্প কথায় ইউ‌রো‌পের ই‌তিহাস: কি‌স্তি ৮

গল্প কথায় ইউ‌রো‌পের ই‌তিহাস: কি‌স্তি ৮

হেমন্তের হাতছানি ! 

হেমন্তের হাতছানি ! 

“শিশুদের সুপ্ত বিকাশ হোক বাঁধাহীন”

“শিশুদের সুপ্ত বিকাশ হোক বাঁধাহীন”

অনন্যা – আরিফ আহমেদ সিদ্দিকী

অনন্যা – আরিফ আহমেদ সিদ্দিকী

© সর্বস্বত্ব স্বত্বাধিকার: PabnaTimes24.Com

সম্পাদক: মোঃ মুস্তাফিজুর রহমান
০১৭২১৭৪৭৯৬৫
অফিসঃ ৪র্থ তলা, রানা শপিং কমপ্লেক্স , পাবনা প্রেস ক্লাব গলি, আব্দুল হামিদ রোড, পাবনা-৬৬০০
pabnatimes24.com@gmail.com